প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামনগরে বিজয় র্যালি করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
১৬ই ডিসেম্বর সোমবার সকাল নয়টায় শ্যামনগর উপজেলা কৃষকদলের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুনরায় কৃষক দলের দলীয় কার্যালয়ের সামনে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জি.এম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলাইমান কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি গফুর সরদার, সাধারণ সম্পাদক আমির আলী, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিক, রমজাননগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সবুর, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু জাবের মোড়ল, আটুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, সদস্য সুলতানুল আরেফিন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী সোহেল, বুড়িগোলিনীনি ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল করিমসহ হাজার হাজার বিএনপি কর্মী উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিতে যোগ দেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলো রাজপথ।