1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্যামনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান কোহলির ভবিষ্যদ্বাণী, বিশ্ব ক্রিকেট শাসন করবে ভারত পূর্বপরিচিতের লালসার শিকার শিশু, গ্রেফতার গাড়িচালক হামাসের সঙ্গে মার্কিন বৈঠক, ক্ষুব্ধ ইসরাইল মাদারীপুরে চাঁদাবাজ সাইফুল খুন, বাঁচাতে গিয়ে দুই ভাই নিহত ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়: নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা

শ্যামনগরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। মহান বিজয়ের ৫৩ তম বছরে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেনী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে বিজয় দিবসকে ঘিরে ক্রিড়া ও সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনটির শুরুর প্রত্যুষে শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে ৩১ বার ত্বপোধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরবর্তীতে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

মহান বিজয় দিবস উপলক্ষে সকাল সাড়ে আটটায় উপজেলার গোপালপুরস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ৭১ এর বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরবর্তীতে পাশ্ববর্তী বীর শহীদ আবুল কালাম আজাদ, সুবেদার ইলিয়াসসহ অপরাপর শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণসহ দোয়া করা হয়।

শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণের পর বীর মুক্তিযোদ্ধারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ হুময়ায়ুন কবীর মোল্যার নেৃতত্বে শ্যামনগর থানাসহ বিভিন্ন রাজনৈতিক দল, লেডিস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব ও রিপোটার্স ক্লাবসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুত সমিতি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

বেলা সাড়ে নয়টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্যামনগর মডার্ণ স্কুল চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় সংগীতের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন। পরবর্তীতে শান্তির প্রতীক কবুতরসহ বেলুন উঠিয়ে একই মাঠে অনুষ্ঠিত বিজয় মেলার উদ্বোধন করা হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলায়াতসহ গীতা পাঠ করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ওসমান গনি, ওয়াহেদ আলী, মাষ্টার নজরুল ইসলাম প্রমুখ। 

এছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন খতমের পাশাপাশি আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মসজিদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। তিনি কোরআন খতমে অংশ নেয়া ছোট্ট শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করেন। 

এদিকে বিজয় মেলায় অংশ নিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে ভূমি আইন ও নামজারিসহ নানা আইনের পুস্তক বিতরণ করেন। এছাড়া সমাজেসবা দপ্তরসহ লিডার্স, ফেইথ ইন এ্যাকশন, সিডিওসহ নানান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় অংশ নেন। 

বিজয় মেলার ষ্টলগুলোতে পিঠা-পুলিসহ হস্তশিল্প সামগ্রীর পাশাপাশি জনসচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিকালে নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ম্যাচে বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিনিধিদের সাথে প্রশাসন, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের প্রতিদ্বদ্বীতা হয়। এছাড়া সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews