1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'দ্যা ইকোনমিস্টে বর্ষসেরা বাংলাদেশ ' - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি: নিহত ৫ ‘যে গাছে ফরহাদের ছবি আছে, সেই গাছের নিচে শপিং ব্যাগে টাকা রেখে যাবি’ জুলাই গণহত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের “জুলাই দ্রোহ” বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে প্রথম সভা করলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ শেরপুর–মৌলভীবাজার মহাসড়কে বাসের ধাক্কায় যুবক নিহত ‘কিলার গ্যাং’ প্যাডে ৫ লাখ টাকার চাঁদা দাবি, পুলিশের হাতে ৫ জন প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ‘বৈষম্যমূলক’ নয়, ব্যাখ্যা দিল মন্ত্রণালয় ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ, মালিক দেশত্যাগের অভিযোগ অভয়নগরে বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতিমূলক সভা এক বছর ম্যাচই খেলেননি, তিনিই বর্ষসেরা ক্রিকেটার

‘দ্যা ইকোনমিস্টে বর্ষসেরা বাংলাদেশ ‘

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

।। মোঃ মাসুম বিল্লাহ।।
২০২৪  সাল বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে  উপর নির্মিত হয়েছে বিজয়ের সৌধ, যা আমাদের জন্য গর্বের ও বেদনার। গত ৫৩ বছর আমরা জাতিগত ঐক্যে পৌঁছাতাতে না পারার বিভাজন খন্ডনের দ্বার উন্মোচিত হয়েছে। যার স্বীকৃত স্বরূপ আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্যা ইকোনমিস্ট’ পত্রিকার ২০২৪ সালের বর্ষসেরা দেশ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। দি ইকোনমিস্ট (ইংরেজি:The Economist) ইংরেজি ভাষাতে রচিত একটি সাপ্তাহিক প্রকাশনা। আন্তর্জাতিক খবর ও সর্ম্পক নিয়েই এই প্রকাশনা প্রকাশ করে দি ইকোনমিস্ট নিউজপেপার লিমিটেড। প্রতিবছর সেরা দেশ নির্বাচনের সময় সাধারণত সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে না দেখে, বরং গত ১২ মাসে যেই দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই দেশকে সেরা হিসেবে বিবেচনা করা হয়। এবছরের অস্থির রাজনীতির মাঝে এমন সংবাদ আশাব্যঞ্জক।

এবারের তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে, ‘দ্য ইকোনমিস্ট’ এর সংবাদদাতাদের মধ্যে সার্বিক বিবেচনা শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ হয় সিরিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে পরিবারতন্ত্রের হাতে কুক্ষিগত ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য গত দেড় দশক ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি শাসন করেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি মানবাধিকার বর্হিভূত গুম, খুন, ক্ষমতার অপব্যবহার ও দমন পীড়ন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়।

প্রতিদবেদনটিতে আরও বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রধান বিরোধী দল ও ইসলামিপন্থী দলগুলোকে দমন করার পাশাপাশি সন্ত্রাসী হিসাবে পরিচিত করতে মিডিয়ার উপর পূর্ণ নিয়ন্ত্রণ আরোপ করেন। যার ফলশ্রুতিতে ০৫ আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে দিশেহারা জাতির অগ্রদুতের ভূমিকায় নেমে আসে ছাত্র শিক্ষক । পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

২০২৫ সালে এই সরকারকে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। প্রতিবেশি দেশের সাথে সম্পর্কের সুরাহ, নির্বাচনের রোড ম্যাপ, বিচার বিভাগের নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের নির্ভরযোগ্য সংস্কার রাজনৈতিক দলগুলোর সহাবস্থান, মানবতা বিরোধী গুম ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের বিচারের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।

তবে, একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার এ বছরের সেরা দেশ বাংলাদেশ।

এছাড়া, সিরিয়া এ বছরের রানার্সআপ নির্বাচিত হয়েছে, যেখানে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ডও এই তালিকায় স্থান পেয়েছে তাদের অর্থনৈতিক সংস্কার ও নতুন সরকারের গঠনের কারণে।

পূর্ববর্তী বছর ২০২৩ সালে ‘দ্য ইকোনমিস্ট’ এর বর্ষসেরা দেশ ছিল গ্রীস, যারা দীর্ঘ আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সফল হয়েছিল এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত হয়েছিল।

পত্রিকাটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। এটি মুক্ত বাজার, বিশ্বায়ন, মুক্ত অভিবাসন এবং সামাজিকভাবে মুক্ত বিষয়সমূহকে সমর্থন করে। উচ্চশিক্ষিত পাঠকদের লক্ষ্য করেই দি ইকোনোমিস্ট প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয় হওয়ায় ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্কে যে টানাপোড়েন গুঞ্জন শোনা যাচ্ছিল তা বাংলাদেশ অতি সহজে কাটিয়ে উঠবে তার স্বাক্ষর এই স্বীকৃতি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews