মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক ইউপি সদস্য কাজল রানী বিশ্বাস (৫৫)। কাজল রানী বিশ্বাসের বাড়ি কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নে।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পল্লব বিশ্বাসের মা কাজল রানী বিশ্বাস গত (১৭ ডিসেম্বর) কচুয়া উপজেলার নিজ গ্রামের বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন। এর পর শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার পল্লব বিশ্বাস তার মা কাজল রানী বিশ্বাস কে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শরণখোলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(২৫ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স সহ সকল সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজল রানী বিশ্বাসের দুই ছেলে। তার স্বামী হীষিদ বৈরাগী বলেন কচুয়ায় নিজ গ্রামের বাড়িতে কাজল রানী বিশ্বাস অসুস্থতা বোধ করলে। তার ছেলে পল্লব বিশ্বাস শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে চাকরি করায় ভালো করে চিকিৎসা দিতে পারবেন। তাই শরণখোলায় আনা হয়। এখানে এক সপ্তাহ চিকিৎসা দেওয়ার পর মারা যায়।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মাহমুদ বলেন কাজল রানী বিশ্বাস ডেঙ্গু সাসপেক্টেড ছিল।