প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি জহুরুল হায়দার বাবু(৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫শে ডিসেম্বর বুধবার রাতে খুলনার পশ্চিম বানিয়া খামার এলাকা থেকে যশোরের একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামের ডাঃ আব্দুল জলিলের ছেলে ও সাবেক এমপি জগলুল হায়দারের ছোট ভাই। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে এলাকা ছেড়ে তিনি অবস্থান বদলে ঢাকা ও খুলনায় ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান হাসান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান লুটের মামলায় জহুরুল হায়দারকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি সিআইডি তদন্ত করছে জানিয়ে তিনি আরও বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।