প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় উপজেলা সদরের নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না, স্বাস্থ্য উপ-কমিটির সমন্বয়ক ড. মাহমুদুল হাসান ও কেন্দ্রীয় সদস্য ড. মনিরুজ্জামান মনির।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্যামনগর উপজেলা প্রতিনিধি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ আবু কওছার, ফজলুল রহমান, গাজী আশরাফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নুতন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে চেষ্টা অব্যাহত থাকবে। স্বাধীনতার এতদিন পরে এসে নুতন কোন ফ্যাসিবাদী শক্তির উন্থানে ইষ্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একইভাবে গত ২৬ ডিসেম্বর একসাথে ভিন্ন ভিন্ন সচিবালয়ে আগুনের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ বলেও তারা দাবি করেন। বক্তারা জানান ফেব্রুয়ারির মধ্যে নুতন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, যা দেশবাসীর স্বপ্ন পূরণে কাজ করতে বদ্ধ পরিকর। এসময় প্রশাসনের সর্বত্র দুর্নীতিমুক্ত ব্যবস্থা পর্যবেক্ষনে স্থানীয়দের ভূমিকা রাখারও দাবি জানান। এর আগে শুরুতে জুলাই-আগস্টের গনঅভ্যূন্থানে আত্ম উৎস্বর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়।