রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ, পারুলিয়া ইউ পি পরিষদ হল রুমে, (২৮ ডিসেম্বর) শনিবার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলে “মাদক কে না বলুন সাহিত্য চর্চায় এগিয়ে চলুন” প্রতিপাদ্য বিষয়কে শ্লোগান করে দেবহাটা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সাহিত্য পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল বাসার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ সভাপতি শহীদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা,দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক,ম.জামান,মোজামমেল হক,খান বাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, আবদুর রব আরসি,পারুলিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা,ইউপি সদস্য হাসিনা খাতুন (সন্ধ্যা) ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাহিত্য অনুরাগী সুশীল সমাজের ব্যক্তিবর্গদেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাহিত্য অনুরাগী সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন,উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ড,আমিরুল ইসলাম ।