বিলাল মাহিনী, যশোর । কবি নাঈম নাজমুল ১৯৭১ সালের ৩ রা জানুয়ারি তৎকালীন যশোর জেলার নড়াইল মহাকুমার ইউনিয়নে চাকই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম নাজমুল হক কবি বুনো নাজমুল যশোরী।
কবির মাতা হাসিনা বেগম হাচনা।
নাঈম নাজমুল বিএ সম্মান, এম এ, ইংরেজি, বিএল বিশ্ববিদ্যালয় কলেজ দৌলতপুর খুলনা এবং এমএ বাংলা মাইকেল মধুসূদন দত্ত কলেজ যশোর হতে পাস করেন।
তিনি নওয়াপাড়া মডেল কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি নড়াইলে খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
পিতা কবি বুনো নাজমুল যশোরীর হাত ধরে সাহিত্যাঙ্গনে তার প্রবেশ।
সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা থেকে তিনি নিয়মিত লেখালেখি করেন তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ,আসন্ন হাহাকার ২০১১ অমর একুশের বইমেলা, দ্বিতীয় কাব্যগ্রন্থ তারপর একদিন, একুশের বইমেলা ২০১৫ , তার তৃতীয় কাব্যগ্রন্থ ,গন্তব্যহীন পৃথিবীর পথে, ২০২১ এ ছাড়া তিনি অসংখ্য কবিতা, গান এবং প্রবন্ধ লিখেছেন তিনি বিটিভি এবং খুলনা বেতারের একজন গীতিকার, তিনি অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাবেক সভাপতি , তিনি বিদ্রোহী সাহিত্য পরিষদের অন্যতম সদস্য, তিনি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, তিনি সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার ও ভৈরব সংস্কৃতি কেন্দ্রের অন্যতম উপদেষ্টা।
তিনি নওয়াপাড়া ইনস্টিটিউট লাইব্রেরির আজীবন সদস্য,প্রচার বিমুখ এই কবির ৫৫তম জন্মদিনে তার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করছি।