রাকিবুল হাসান,কুড়িগ্রাম প্রতিনিধি। দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। তখন খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শৈত্য প্রবাহের কনকনে শীত, ঘন কুয়াশা আর শীতল হাওয়া এই সব অসহায় মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলেছে। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব। এটি অন্যতম একটি ইবাদত ও বটে। এমন কনকনে শীতে অসহায় মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানো জন্য কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, ও নুন খাওয়ায় ইউনিয়নের কাপনার চরে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে আব্দুল আউয়াল লিয়নের সহযোগিতায় শুক্রবার ও শনিবার (০৩-০৪ জানুয়ারি) দুপুরে দুস্থ অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ৭শত কম্বল ও ৩শত টুপি , ৩শত বিস্কুট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নাগেশ্বরী বণিক সমিতির জয়েন সেক্রেটারী হাজী সোহেল এবং ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের সভাপতি : আশরাফ আলী ,সহ- সভাপতি : মোঃ সোহেল রানা , সহ-সভাপতি : মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক : মোঃ ইমাম হোসাইন , ১ম যুগ্ম সাধারণ সম্পাদক : আলী জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকের আহমেদ, সাংগঠনিক সম্পাদক : মোঃ সুলতান আহমাদ, কোষাধ্যক্ষ : মোঃ ফায়সাল, দপ্তর সম্পাদক : মোঃ সজীব হাসান,প্রচার সম্পাদক : মোঃ আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক : মোঃ আব্দুল আউয়াল কার্যকরী সদস্য : মোঃ আসলাম পারভেজ রিয়াদ , কার্যকরী সদস্য : মোঃ নাঈম হাসান।
আরো উপস্থিত ছিলেন মোঃ বিপ্লব হোসেন,ফারহান আহমেদ, মোঃ সেলিম চৌধুরী, মোঃ জাহিদ হাসান, শাহাবুদ্দীন খান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদ কর্মীরা।