বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়া মহিলা কলেজের নতুন সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বিএম আকতার সিদ্দিকীকে। গত ৯ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে বাঘারপাড়া মহিলা কলেজের এডহক কমিটির সভাপতির পদ থেকে তানিয়া রহমানকে বাদ দিয়ে আকতার সিদ্দিকীকে মনোনয়ন দেওয়া হয়।
আকতার বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।
এদিকে এডহক কমিটির সভাপতির পদ থেকে বাদ পড়েছেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, গেল বছরের নভেম্বরের প্রথম দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বাঘারপাড়া মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয় বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানকে। তানিয়া রহমান কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনের স্ত্রী। এর আগে অক্টোবরের প্রথম দিকে তানিয়া রহমান বাঘারপাড়ার মীর্জাপুর আদর্শ মহিলা কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন পান।