স্টাফ রিপোর্টার। দেবহাটায় সরকার কর্তৃক পরিচালিত ও এম এস দোকানে চাল বিক্রয় বিতরণে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকাল দশটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা খাতুন দেবহাটায় সদরে এই কর্মসূচির উদ্বোধন করেন।
জানা গেছে,দেবহাটা উপজেলার ডিলারের মাধ্যমে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে প্রতি কেজি ৩০ টাকা দরে চাউল বিক্রয় হচ্ছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহীনা খাতুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সহকারী নুর মোহাম্মদ, ডিলার আব্দুর রউফ সহ চাউল নিতে আসা সাধারণ মানুষ।