প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী ও ধানখালী কৃষি মাঠের পানি নিষ্কাশন সহ কৃষিকাজের উন্নতির লক্ষ্যে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপকূলের কৃষি নির্ভর ও পানি নিষ্কাশনের পথ খাল খননের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ১৩ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় মুন্সিগঞ্জ কুলতলী ১.৫ কিলোমিটার খাল পূর্ণ খনন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
কৃষি নির্ভর ভুক্তভোগী কৃষকের সাথে থেকে খালটি খনন কার্যক্রম উদ্বোধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শ্যামনগর উপজেলাটি জলবায়ু পরিবর্তনে বিভিন্ন সময়ের দুর্যোগে কৃষি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এলাকার কৃষকগণ বিকল্প কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট কাটিয়ে উঠতে পারবে। এছাড়া খাল খননের মাধ্যমে এলাকার কৃষকগণ কৃষি কাজের সাথে যুক্ত হয়ে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে উপকূল থেকে কৃষি শ্রমজীবী মানুষ বাইরে কাজ করতে যেতে হবে না, কৃষি কাজে নিয়োজিত শ্রমিকরা এলাকায় টিকে থাকতে পারবে।
প্যানেল চেয়ারম্যান বলেন দীর্ঘদিন থেকে সুষ্ঠু পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ফসল। সরকারি বেসরকারি উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য খাল খনন করা হচ্ছে। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ করে খাল গুলিতে এলাকার মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারে সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) সহযোগিতায় খনন উদ্বোধনে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ সিরাজুল ইসলাম, মুন্সিগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ, পানি উন্নয়ন বোর্ড (এসও) অসীম কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি সদস্য হরিদাস হালদার, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য পলাশী রানী, রেহেনা পারভীন, বেসরকারি উন্নয়ন সংগঠন সিএনআরএস প্রজেক্ট অফিসার নাজিম উদ্দিন আহম্মদ, ফ্রিল্ড ফ্যাসিলিটেটর মুস্তাক মাহামুদ, ইঞ্জিনিয়ার তৌহিদ হাসান, মোজাফফর, কৃষাণী পুষ্প রানি সহ এলাকার কয়েক শতাধিক কৃষক ও কৃষি শ্রমজীবী মানুষ উপস্থিত থেকে খাল খনন উদ্বোধনে কৃষি নির্ভর উপকূলের মানুষের কথা তুলে ধরেন এলাকাবাসী।