বিলাল মাহিনী।।
হৃদ মাঝারে স্রোত নামে/ আঁখি টলোমল,/ তুমি ছাড়া ত্রি-ভুবনে / নেই কোনো সম্বল।
তুমি ছিলে সন্নিকটে /ঊষালগ্নের আগে,/হাতটা ছুঁয়ে থাকলে তুমি /সুখ পাখিটা জাগে।
সজনী-রজনী তুমি /বৃষ্টি ভেজা দিন,/ বিরহে ভেজালে আমায়/হই যে শক্তিহীন।
নিঝুম রাতে থাকি যখন/ আমি শুধু একা,/ মনটা বলে তোমায় আজি/ স্বপ্নে পাব দেখা।
আসবে তুমি বসবে গিয়ে /শিউলি গাছের তলে,/ গল্পে-সল্পে কাটবে নিশি/ভিজবো শিশির জলে।
নেইকো তুমি বিরহকাতর/অন্তরে মেঘ করে, /দিবানিশি ভারি বৃষ্টি /হৃদ মাঝারে ঝরে।