রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার। দেবহাটায় কনকনে শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল খেটে খাওয়া মানুষরা ও মাদ্রাসার এতিম বাচ্চারা। প্রতি নিয়ত রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র তাদের হাতে তুলে দিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
এভাবে প্রতিদিন রাতে উপজেলার দেবহাটা শীরিপুর পারুলিয়া,নোয়াপাড়া গাজীরহাট,হাদিপুর, কুলিয়া,সখিপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত কয়েক দিন থেকে তাপমাত্রার পারদ ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠা নামা করছে। এতে বিপাকে পড়েছেন এই উপজেলার নিম্ন আয় ও ছিন্নমূল মানুষেরা। শীত বস্ত্রের অভাবে কষ্টের মধ্যে দিনপার করতে হচ্ছে তাদের। তাদের শীতের কষ্ট কিছুটা লাঘবে এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়াও নিজ হাতে কম্বল বিতরণ করেন ২০০০ টির মত। শীত বস্ত্র পাওয়া ছিন্নমূল মানুষেরা বলেন, আমরা অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে আছি । এই গরম কাপড় পাইয়া আমাদের খুব উপকার হলো। আল্লাহ আপনার অনেক ভাল করবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত কয়েকদিন থেকে শীত পড়েছে। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের শীতবস্ত্র এসেছে। এ পর্যন্ত ২০০০ টি শীত বস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো এই উপজেলায় শীত বস্ত্র বিতরণ করা হবে।শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।