প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ছোট ভেটখালী ব্রিজ সংলগ্ন খালপাড়ে অবৈধ আধা পাকা দোকান ঘর উচ্ছেদ করলেন শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। রোববার ১৯শে জানুয়ারি বিকালে অবৈধ স্থাপনা উৎচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
সেনাবাহিনী, পুলিশ ও গ্রাম পুলিশের উপস্থিতিতে এস্কেভেটর মেশিন দিয়ে ৩ টি আধাপাকা দোকান গুঁড়িয়ে দেন। দোকান ৩ টি যথাক্রমে- আব্দুল্লাহ কাগজী, ওবায়দুল্লাহ কাগজি এবং ফরমানের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ দখলদার মুক্ত করে সরকারি জায়গা উদ্ধার করা অব্যাহত থাকবে।