বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় দুই দিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে পরিষদ চত্বরে এ সংক্রান্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, প্রাণি সম্পদ কর্মকর্তা শামছুল আরেফিন, যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, বীর প্রতীক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, প্রধান শিক্ষক তরুন কুমার সাহা প্রমুখ।
এদিন মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলো চোখে পড়ার মতো। মেলায় উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টলে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করেন। আজ মঙ্গলবার মেলার শেষ দিন বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।