প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর প্রচুর পরিমান ভারতীয় ঔষধ সহ একজনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। ২৫শে জানুয়ারি শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার ইসমাইলপুর মুন্না মার্কেটের সামনে ফুটপাতের ওপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন পুরাতন সাতক্ষীরার নাথপাড়া গ্রামের হারান দেবনাথ এর ছেলে জয়দেব দেবনাথ (৩৯)।
বিভিন্ন ধরণের ভারতীয় ঔষধ, মোবাইল ডিসপ্লে ও ডিসপ্লেযুক্ত স্মার্ট ফোনের ফ্রন্ট বডি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২লক্ষ ৬০ হাজার টাকা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, তার বিরুদ্ধে ভারতীয় ঔষধ অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনায়ন ও হেফাজতে রাখার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।