যশোর প্রতিনিধি।
যশোর, বাংলাদেশ – ১ ফেব্রুয়ারি, ২০২৫ – যশোরে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টুটুলের পিস্তলের গুলিতেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে টুটুল পলাতক রয়েছেন। পুলিশ তাকে খুঁজছে।
বুধবার রাতে টুটুল তার ইটভাটায় হানিফকে ডেকে নিয়ে যান। সেখানে তারা কয়েকজন বন্ধু মিলে মদ্যপান করেন। একপর্যায়ে মাতাল হয়ে টুটুল তার পিস্তল দিয়ে হানিফকে গুলি করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিন বাদী হয়ে টুটুলসহ ৪ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের বিষয়ে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য পলাতক সাবেক চেয়ারম্যান টুটুল বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি সাবেক বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মরহুম কাজলের ভাই এবং ভিক্টোরিয়া পারভীন সাথীর দেবর।