ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর আওয়ামী লীগের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন দলটির প্রধান শেখ হাসিনা। আগামী ৬ ফেব্রুয়ারি রাত ৯টায় ‘দায়মুক্তি’ শিরোনামের এই লাইভ আলোচনায় তিনি নেতাকর্মীদের কথা শুনবেন বলে জানিয়েছে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ।
এছাড়া, এর একদিন আগেই—৫ ফেব্রুয়ারি রাত ৯টায়—বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত চলে যান শেখ হাসিনা। প্রথম দিকে তিনি নীরব থাকলেও পরবর্তীতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে।
আওয়ামী লীগের এই লাইভ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। দলটির নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ এটিকে দলের পুনর্গঠনের সূচনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি শুধুই প্রতীকী উপস্থিতি।
শেখ হাসিনার এই দুই ভাষণের পর দলীয় ভবিষ্যৎ কোন পথে এগোয়, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ নজর রাখছেন।