ডেস্ক নিউজ।
গাজীপুরে ছাত্র–জনতার ওপর হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম দাবি করেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সারজিস আলম বলেন, “আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত হামলাকারীরা গ্রেপ্তার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব।” তিনি অভিযোগ করেন, হামলার সময় পুলিশ মাঠে নামেনি এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি।
এই সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে আজ একটি প্রেস ব্রিফিং করা হবে। তবে আন্দোলনকারীরা বলছেন, তারা প্রতিশ্রুতি নয়, কার্যকর ব্যবস্থা দেখতে চান।
বিক্ষোভকারীরা গাজীপুরে ছাত্র–জনতার ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন। আন্দোলনকারীরা জানান, তারা প্রয়োজনে কঠোর কর্মসূচি নেবে।