ডেস্ক নিউজ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বিক্ষুব্ধ জনতা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত নতুনমাটি এলাকায় এ ঘটনা ঘটে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের টিনশেড ঘর আংশিক ভাঙচুর করা হয়েছিল। শুক্রবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবশিষ্ট অংশও গুঁড়িয়ে দেয়।
এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর ম্যুরাল ও চালতাতলা সড়কের মুক্তিযোদ্ধার নামের ফলকও ভেঙে ফেলে বিক্ষোভকারীরা।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।