ডেস্ক নিউজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন কয়েক হাজার শিক্ষক। আজ সোমবার পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও জলকামান ব্যবহার করেছে। এ ঘটনায় শাহবাগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আন্দোলনকারীরা ‘সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ’-এর ব্যানারে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। দুপুর একটা নাগাদ তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে তাঁদের লাঠিপেটা করা হয়। পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
আন্দোলনকারীরা জানান, সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলেও তৃতীয় ধাপ নিয়ে টালবাহানা চলছে।
তাদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরপর লিখিত পরীক্ষা, ভাইভা ও ফল প্রকাশ করা হয়। ৬ হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তও হন। কিন্তু হাইকোর্ট ৬ ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করে রায় দেন।
আন্দোলনকারীরা আরও বলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও তারা যোগদান করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত। তারা অবিলম্বে কাজে যোগ দিতে চান।