প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগরের জয়নগর প্রি ক্যাডেট স্কুলে কোচিং চলাকালীন অসুস্থ হয়ে রাফি (৭) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। রাফি জয়নগর প্রি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। সে খুলনা জেলার কয়রা থানার ফুলতলা গ্রামের আনিসুর রহমানের বড় ছেলে। রাফির বাবা আনিসুর পেশায় একজন গ্রাম্য ডাক্তার। রাফির মা সেলিনা আক্তার ব্র্যাকে চাকরির সূত্রে শ্যামনগর কাশিমাড়ী গ্রামে ভাড়া থাকতো। ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার সাড়ে ৮টার সময় জয়নগর প্রি ক্যাডেট স্কুলে ঘটনাটি ঘটে।
রাফির মা সেলিনা আক্তার কান্নায় ভেঙে পড়েন এবং সন্তানকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবাকে সকালে দুধ দিয়ে ভাত খাবিয়ে স্কুলে পাঠিয়েছিম। আমার বাবা আমার হাতে আর কখনো ভাত খাবেনা বলে কাঁদতে থাকেন।
জয়নগর প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা তাজুন নাহার বলেন, কোচিং চলাকালীন সময় রাফি বলে ম্যাডাম আমার মাথা ব্যাথা করছে। তখন আমরা তাকে আলাদা করে বসিয়ে রাখি এবং রাফির মাকে কল করে সব বলি। রাফির মা রাফিকে একটা ভ্যানে উঠিয়ে বাড়ি পাঠিয়ে দিতে বলে। তারপর রাফি একবার বমি করে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে আমরা শিক্ষক-শিক্ষিকা মিলে তাকে হসপিটালে নিয়ে আসি। আসার পর ডাক্তার বলে সে বেঁচে নেই।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।