নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির কর্মকৌশল নির্ধারণে সংশ্লিষ্ট সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে বাউবির যশোর আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাউবির আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) সেখ সোহেল আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাউবির উপ আঞ্চলিক পরিচালক মোহা: আব্দুল হান্নান ও লুৎফুন আরা পিনু,সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সোলায়মান হোসেন,এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী আবু ইউছুপ আমজাদ হোসেন, স্বপন কুমার ঘোষ, একেএম আব্দুল হাই, জগদীশ দাস ও এসএম ফারুক আহমেদ। সভায় সাধারণ শিক্ষার্থীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।