ডেস্ক নিউজ।
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত নয়, কারণ এতে ইউনিয়ন পরিষদ পর্যায়ে সহিংসতা ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
শনিবার ঢাকার বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকে ২৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন এবং সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আন্দালিভ রহমান বলেন, “কোনো সংস্কারই যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না করে। যদিও কিছু রাজনৈতিক দল বলছে, স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে, তবে আমরা তা চাই না।” তিনি আরও বলেন, মাঠের পরিস্থিতি বাস্তবে আলাদা এবং অনেকেই আওয়ামী লীগের “গ্রাউন্ড রিয়েলিটি” মানবে না।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের ছয় মাসের কাজ পর্যালোচনা করা হয়। ছয়টি কমিশন কীভাবে কাজ করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, “ফ্যাসিস্ট সরকারের পাঁয়তারা ও মিথ্যার ফুলঝুরি অনেকাংশে ধূলিসাৎ হয়ে গেছে।”