ডেস্ক নিউজ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। জনগণের অধিকার যত দ্রুত ফিরিয়ে দেওয়া যাবে, দেশ তত দ্রুত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসবে।
সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ‘আমার বিএনপি পরিবার’ এর উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন গণমাধ্যমে আলোকচিত্র সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে এ মতবিনিময় হয়। এতে দলের ভারপ্রাপ্তে চেয়ারম্যানের পক্ষ থেকে আহত সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়।
তারেক রহমান বলেন, নির্বাচনই হচ্ছে জনগণের মতামত প্রকাশের মাধ্যম। জনগণ তাদের মতামতের মাধ্যমে সিদ্ধান্ত নেয় তারা কী চায়। জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দিতে হয়, দেশ কিভাবে চলবে, কী হবে এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের।
তিনি বলেন, প্রকৃত সংস্কার করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমে করতে হবে। কারণ, তারাই জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। জনগণের সরাসরি অংশগ্রহণে দেশ পরিচালনার দায়িত্ব না পেলে কোনো সংস্কার সফল করা সম্ভব নয়।
তারেক রহমান বলেন, দেশটা কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ দল কারো না। দেশটা সবার। এই দেশপ্রেম থেকেই সেদিন (জুলাই-আগস্ট আন্দোলন) সমাজের প্রতিটা শ্রেণি-পেশার মানুষ রাজপথে বেরিয়ে এসেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে বলার চেষ্টা করছি কি সেই ৩১ দফা? যার মূল কথা একটি গণতান্ত্রিক বাংলাদেশ। যেই বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেকটি মানুষের একটি বাংলাদেশ, যেখানে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে।
তারেক রহমান বলেন, খুব সাধারণ মানুষের কাছে গেলে একটি কথা বেরিয়ে আসে যে, আমরা সবকিছুই বুঝেছি কিন্তু আমাদের সমস্যার সমাধান কী হবে? নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন যেভাবে উঠছে নামছে, যা মানুষের কষ্টের কারণ হয়ে গিয়েছে। মানুষের জানার ইচ্ছা, এই সমস্যার সমাধান কবে হবে।
তিনি বলেন, একটি ‘জনগণের প্রতিনিধিত্বশীল সরকার’ প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। জনগণই সিদ্ধান্ত নেবে কাকে দায়িত্ব দেবে দেশ পরিচালনায়। কাজেই এ বিষয়টিতে যত দেরি হবে তত করে সমস্যা বাড়বে, বই কমবে না।
গত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকারের আমলে নিপীড়ন-নির্যাতনের শিকার আলোকচিত্র সাংবাদিকদের প্রতি সহমর্মিতা জানান তারেক রহমান।