1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ব্রতীর পক্ষ থে‌কে ছিন্নমূল প‌রিবারের ৩৫০‌টি শিশুর মাঝে নগত অর্থ প্রদান  - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

ব্রতীর পক্ষ থে‌কে ছিন্নমূল প‌রিবারের ৩৫০‌টি শিশুর মাঝে নগত অর্থ প্রদান 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার ছিন্নমূল অসহায় প‌রিবারের ৩৫০জন ছিন্নমুল শিশুর খাদ্য ও পুষ্টি বাবদ নগদ টাকা বিতরণ করেছে বেসরকারী সেবা সংস্থা ব্রতী। ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার বু‌ড়িগোয়া‌লিনী অ‌ফিস থেকে ৩৫০‌জন শিশুর মাঝে নগদ জন প্রতি ২ হাজার টাকা, বাৎস‌রিক শিক্ষা উপকরণ ও পোষাক প্রদান শুরু করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার র‌নী খাতুন। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন ব্রতীর প্রকল্প অ‌ফিসের এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার ম‌নিরুল ইসলাম, ডা. সা‌মিয়া র‌শিদ, মাহমুদুল হাসান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমূখ।

 নর্থ আম‌রিকান বাংলাদে‌শি ইসলা‌মিক ক‌মিউনি‌টি (না‌বিক) এর অর্থ সহায়তায় ব্রতী ২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়া‌রি পর্যন্ত গাবুরাতে ৩ বছরের “শিশু সুরক্ষা প্রকল্প” বাস্তবায়ন করছে। 

অ‌তিদ‌রিদ্র প‌রিবারের ইয়াতিম, তালাক ডিভোর্সের কারণে পিতা ও মাতা হারা, প্রতিবন্ধি শিশু, প্রতিব‌ন্ধি প‌রিবার ও প্রান্তিক নারী প্রধান এবং অতিদরিদ্র ৩৫০ জন শিশু পুনর্বাসনে আছে বর্তমানে।

ব্রতী না‌বিকের সহায়তায় বিগত ১৫ বছর যাবৎ শিশু পুনর্বাসন, নিরাপদ খাবার পা‌নি, ফ্রি পাঠশালা, ভাসমান স্বাস্থ্য সেবা, জরুরী খাদ্য সহায়তা দিয়ে আসছে গাবুরায়। সংস্থা‌টি বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে কাজ করে থাকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews