নিজস্ব প্রতিনিধি।
দৈনিক খবরের কাগজ-এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সংবাদকর্মী সুলতান শাহাজান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে খবরের কাগজ কার্যালয়ে পত্রিকাটির সম্পাদক মোস্তফা কামাল তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
সুলতান শাহাজান শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের আবুল বাশারের ছেলে। সে রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স শেষ করেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে গণমানুষের গণমাধ্যম দ্য এডিটরস-এর প্রতিবেদক হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি কিছুদিন প্রথম আলোতে কর্মরত ছিলেন। সুলতান শাহাজান পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।