যশোর প্রতিনিধি। যশোর শিক্ষা বোর্ডে পৌনে ৭ কোটি টাকার চেক ঘষামাজা করে আত্মসাতের ঘটনায় ১১ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এই আদেশ দেন।
জানা গেছে, শিক্ষা বোর্ডের ৩৮টি চেক ঘষামাজা করে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
তবে, মামলার চার্জশিটে বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন এবং সাবেক সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজাকে খালাস দেওয়া হয়েছে।
আসামিরা হলেন – যশোর শিক্ষা বোর্ডের বরখাস্ত হওয়া হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার শরিফুল ইসলাম বাবু, আশরাফুল আলম, গাজী নূর ইসলাম, রুপালী খাতুন, সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, আবুল কালাম আজাদ, জুলফিকার আলী, মিজানুর রহমান ও কবির হোসেন।