খুবি প্রতিনিধি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং ভিসির অপসারণসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকায় অবস্থান করছেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, রবিবার সকালে প্রায় ৮০ জন শিক্ষার্থী দুটি বাসে করে ঢাকায় রওনা হন। তাদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল, যা ছিল তাদের প্রতিবাদের প্রতীক। শিক্ষার্থীরা বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবনে যান।
শিক্ষার্থীরা জানান, তারা ক্যাম্পাসে নিরাপত্তাহীন বোধ করছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না। তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চলবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ভিসিসহ কিছু শিক্ষক দাবি করেছেন তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানান, হামলাকারীরা স্পষ্ট এবং চিহ্নিত হওয়া সত্ত্বেও তাদের বাদ দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। কুয়েট ছাত্রদল সমর্থক ও বিএনপির লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শিক্ষার্থীরা আরও জানান, তারা প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন, ২০১৮ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। তবে ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি শুরু করতে চাইলে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীরা এর বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেয়। মিছিলে ছাত্রদল কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, যাতে শতাধিক শিক্ষার্থী আহত হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ভিসি, প্রো-ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি উত্থাপন করেন। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়ায় তারা ভিসির অপসারণের দাবি জানাচ্ছেন।