স্টাফ রিপোর্টার।
ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে আগামী ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র-নাগরিকদের নতুন রাজনৈতিক দল। ওইদিন বিকাল ৩টায় জাতীয় সংসদের সামনে নতুন এই রাজনৈতিক শক্তির যাত্রা শুরু হবে।
সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক সংবাদ সম্মেলনে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছাত্র-নাগরিকরা এই ঘোষণা দেন।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিগত দিনে জাতীয় সংসদে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। সেখানে ব্যক্তি স্বার্থ ও আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যার মাধ্যমে দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। তাই তারা জাতীয় সংসদকে সামনে রেখে তাদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চান।
তিনি আরও বলেন, তারা নতুন বাংলাদেশে ব্যক্তি, গোষ্ঠী ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে চান।
দলটির আত্মপ্রকাশের দিনে বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই বিপ্লবের আহত, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, বিভিন্ন জাতি গোষ্ঠী, ধর্মীয় প্রতিনিধি, প্রবাসী ও বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, আত্মপ্রকাশের দিন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এই কমিটি তাদের সর্বোচ্চ ফোরামে আলাপ-আলোচনা ও ঐক্যমত্যের ভিত্তিতে গঠন করা হয়েছে। তবে ভবিষ্যতে দলের নেতৃত্ব নির্বাচন করা হবে পার্টির গঠনতন্ত্রের আলোকে নির্বাচনের মাধ্যমে।