ডেস্ক নিউজ।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান, এবং তার নাম উচ্চারণ করতে হলে ‘অজু করতে’ হবে। তিনি দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, বিভাজন সৃষ্টিকারী মন্তব্য করে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা উচিত নয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্লাহ বুলু।
তিনি বলেন, বিএনপির কিছু নেতা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে দলকে বিভক্ত করার চেষ্টা করছেন। এছাড়া, তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন এবং তার পরিবার ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
বরকত উল্লাহ বুলু আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্বে থাকা তারেক রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। তিনি ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন এবং বিএনপি এককভাবে সরকার গঠনের পরিবর্তে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছে।
দলের নেতাকর্মীদের সতর্ক করে বরকত উল্লাহ বুলু বলেন, কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বা অন্য দলের প্রতি অতিরিক্ত অনুরক্ত হয়ে পড়ে, তাহলে তার প্রাথমিক সদস্যপদও বাতিল হতে পারে। যারা গত ১৭ বছর ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন, তারাই বিএনপির নেতৃত্বে থাকবেন।
সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এছাড়া নবনির্বাচিত সভাপতি উবাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কুমিল্লা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।