ডেস্ক নিউজ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের শাসক টিক্কা খান ও ভুট্টো সরাসরি দায়ী। তবে যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই দায়ী করতে হবে এবং তার মরণোত্তর বিচার হওয়া উচিত।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
জাহিদুল ইসলাম বলেন, ‘১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে দায় কার? শেখ মুজিব তাদের ছেড়ে দিয়েছেন, তাই তাকেই দায়ী করতে হবে।’ একইসঙ্গে তিনি দাবি করেন, ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ায় তাদের ওপর ১৯৭১ সালের দায় চাপানো অন্যায়।
তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রশংসা করে বলেন, ‘তিনি বাংলাদেশে পক্ষ-বিপক্ষের রাজনীতিকে বিলীন করে নতুন এক “ইনক্লুসিভ” ধারার রাজনীতি তৈরি করেছিলেন।’ তবে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানই স্বাধীনতাবিরোধী হিসেবে পরিচিত শাহ আজিজুর রহমান, আবদুর রহমান বিশ্বাস ও মসিউর রহমান যাদু মিয়াকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ দিয়েছিলেন।
যুদ্ধাপরাধের দায় প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উদ্দেশে তিনি বলেন, ‘যদি একাত্তরের দায় কাউকে না কাউকে দিতে হয়, তাহলে জিয়াউর রহমান কি দায় এড়াতে পারেন?’
তিনি আরও বলেন, ‘যারা পাকিস্তানের দায় এড়িয়ে জামায়াত বা ইসলামী দলগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তারা টিক্কা খান ও ভুট্টোর দালাল হিসেবেই চিহ্নিত হবেন।’