শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণির এক ছাত্রী (১০) কে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী পীযুষ এর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী লম্পট পীযুষের বিচার দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বুধবার(২৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে হরনখোলা উপজেলার ৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রী কর্মচারী দপ্তরি পীযূষ গত ৭ ফেব্রুয়ারী দুপুরে ওই ছাত্রীকে একা পেয়ে স্কুল বিল্ডিং এর দোতালায় এক রুমে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ঘটনাটি ওই ছাত্রী স্কুল ছুটির পর তার মাকে জানায়। পরে তার অভিভাবকরা বিষয়টি প্রধান শিক্ষক ও সভাপতিকে অবহিত করে। কিন্তু পিযুষ পলায়ন থাকায় দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় অভিভাবকরা স্থানীয় সুধীজনদের জানায়। পরে একটি স্থানীয়ভাবে আপস মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।
২৬ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে স্থানীয় প্রতিবাদী জনতা পীযুষ কীর্তনীয়ার সাথী ও বিচার দাবি করে বাজারে মানববন্ধন করে। মানববন্ধনের খবর পেয়ে থানা পুলিশের একটি দল ওই ঘটনার স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ছাত্রীর মা বলেন তিনি এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেছেন।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, ওই পরিবারের পক্ষ থেকে মেয়ের বাবা ও মা দুপুরে থানায় এসেছে। মেয়ের সাথে কথা বলে জানা গেছে ওই দপ্তরি আসলেই তার স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। অভিযোগ প্রস্তুত হচ্ছে হাতে পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।