ডেস্ক নিউজ।
সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া, সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে আছেন তাহমীদ আল মুদাসসির, এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় আহ্বায়ক হয়েছেন আবদুল কাদের এবং সদস্য সচিব হয়েছেন মহির আলম। শাখাটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিব আল ইসলাম, আর মুখপাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।
সংগঠনের নেতারা জানিয়েছেন, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কোনো রাজনৈতিক দলের অনুসারী হবে না এবং কারও এজেন্ডা বাস্তবায়ন করবে না। তাদের মূলনীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। সংগঠনের সব স্তরের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।
নতুন এই সংগঠন ছাত্রদের স্বার্থ রক্ষায় কীভাবে ভূমিকা রাখবে, তা নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।