চাটমোহর প্রতিনিধি।
পাবনার চাটমোহরে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আব্দুস সাত্তারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি খালের বৈধ ইজারাদার সানোয়ার খন্দকারকে মারধর করে হত্যার হুমকি দিয়েছেন এবং চার লাখ টাকার মাছ লুট করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
ভুক্তভোগী সানোয়ার খন্দকার জানান, তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা নিয়ে খালটি ভোগদখল করে আসছেন। আদালতের নির্দেশে এই খালের বৈধ সুফলভোগীদের অধিকার স্বীকৃত হলেও, সম্প্রতি বিএনপি নেতা পরিচয়ে আব্দুস সাত্তার এটি দখলে নেন। অভিযোগ রয়েছে, সাত্তার তাকে খালে প্রবেশে বাধা দেন এবং হুমকি দেন।
এই ঘটনায় সানোয়ার খন্দকার পুলিশ, র্যাব ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রেজিনুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাটমোহর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত আব্দুস সাত্তার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, স্থানীয় জনগণ খালটি উন্মুক্ত করে দিয়েছে এবং তিনি শুধু তাদের পক্ষে ছিলেন। তবে সরকারি খাল ইজারাদারের অনুমতি ছাড়া সাধারণ জনগণ ব্যবহার করতে পারে কি না, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জানান, দোষ প্রমাণ হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন, ইজারা সংক্রান্ত জটিলতা থাকলে তারা হস্তক্ষেপ করতে পারেন, তবে স্থানীয় বিরোধ মেটানো আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।