টেলিগ্রাফ নিউজ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় একসঙ্গে সুযোগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের দুই যমজ ভাই। নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি নামের এই দুই ভাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় নাহিদুল ইসলাম সামি ৫২তম এবং মাহিদুল ইসলাম অমি ১০১তম স্থান অধিকার করেন।
শুধু বুয়েট নয়, এই দুই ভাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভর্তি পরীক্ষায় সামি ২০৫তম ও অমি ১৪তম স্থান অর্জন করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষায় সামি ৯১৩তম ও অমি ২৮৭তম স্থান অধিকার করেন।
মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন সামি ও অমি। এরপর চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সামি এবং চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে অমি গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।
এই যমজ ভাইয়ের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ছেলের এমন সাফল্যে তিনি গর্বিত। তিনি বলেন, “আমার স্বপ্ন ছিল, আমার ছেলেরা বুয়েটে পড়াশোনা করবে। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।”
সামি ও অমি তাদের এই সাফল্যের জন্য তাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।