রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ
পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আয়ুব, গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান মাস্টারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এবং পবিত্রতা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এছাড়া, সভায় রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।