স্টাফ রিপোর্টার। দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দরিদ্র ছাত্র -ছাত্রীদের মাঝে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে অর্থবছর ২০২৪-২০২৫ (বিবিজি-১) স্কুল ড্রেস বিতরণ করেন।
২৭ শে (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে, দেবহাটা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,এ সমায় আরো উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব বাবু প্রবীর হাজারী,পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত নজরুল ইসলাম, সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, সন্মানিত ইউ পি সদস্য গোলাম ফারুক, সদস্য ফারহানা পারভীন মুক্তি সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।