প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে ফেব্রুয়ারি শুক্রবার জাতীয়তাবাদী মৎসজীবী দল শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যদিয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীবৃন্দ।
শুক্রবার বিকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হন। এবং সন্ধ্যায় কেক কেটে দিবসটি পালন করা হয়।
এ সময় শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজিবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন খান সহ ১২ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক ও যুবদল শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহব্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শ্যামনগর উপজেলা যুবদল এর আহ্বায়ক সদস্য এম, আল-আমীন প্রমুখ।