বরিশাল প্রতিনিধি।
বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুরুজ গাজী (৩০) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নয়ন গাজী নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত নিশ্চিত করেছেন।
নিহত সুরুজ স্থানীয় ওয়ার্ড যুবদলের কর্মী এবং হাউজিং এলাকার কাঞ্চন গাজীর ছেলে। আহত নয়ন গাজী একই এলাকার তসলিম গাজীর ছেলে। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।