1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ভাইরাল ভিডিও: রিকশাচালককে মারধরে সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

ভাইরাল ভিডিও: রিকশাচালককে মারধরে সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮ জন খবরটি পড়েছেন

রাজশাহী প্রতিনিধি।

রাজশাহীর পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। রিকশাচালককে জুতা ও লাঠি দিয়ে পেটানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয়। সচিব ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাহিদ হাসানের আচরণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার এই কাজ সরকারি চাকরি আইন ও শৃঙ্খলা পরিপন্থী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালে জাহিদ হাসান বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ২৮ ফেব্রুয়ারি রিকশাচালককে মারধরের ঘটনাটি ঘটে। ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এরপর মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। বরখাস্ত হওয়ার আগে জাহিদ হাসান ঘটনার জন্য ক্ষমা চান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews