প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষদের হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। ৪ঠা মার্চ মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছোট ভেটখালী গ্রামের মৃত কালাচাঁদ গাইনের ছেলে মাজেদ গাইন (৬৩)।
সংবাদ সম্মেলন মাজেদ গাইন বলেন, শ্যামনগর উপজেলার ০৭ নং মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর মৌজায় ৩.৮৩ একর জমি তিনি পৈত্রিক ও রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছি। এই সম্পত্তি আমার প্রতিপক্ষ হেতালখালীর মজিবর গাজী, ফজর গাইন, রফিকুল গাইন, মফিজুর গাজী, মনিরুল গাজী, আতাউর গাজী, শুকুরালী গাইন, শফিকুল গাইন, রাশিদুল গাইন, আশরাফুল গাইন সহ আরো কয়েকজন মিলে জায়গা জোর করে দখলের চেষ্টা করলে আমি এবিষয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজি: আদালত, সাতক্ষীরা বরাবর ফৌঃকাঃ ১৪৫ ধারা মোতাবেক পিটিশন- ১৬৬/২৪ (শ্যাম:) মামলা রুজু করি। মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাবস্থায় আদেশ হয় যে, নালিশী জমিতে উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখবেন, কোনরুপ জমির আকৃতি, প্রকৃতি, পরিবর্তন করবেন না এবং ওসি, শ্যামনগর থানা ব্যবস্থা নিবেন মর্মে বারিতের আদেশ প্রত্যাহার করেন।
সে মোতাবেক আমি স্ব-স্ব অবস্থান থেকে মৎস্য চাষাবাদ করতে থাকাবস্থায় ০৭ নং মুন্সীগঞ্জ ইউনিয়নের নামধারী সন্ত্রাসী মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ নেতাদের নিয়ে আমার ঘের দখল করার লক্ষ্যে আমার ওপর অত্যাচার নির্যাতন করে। এবিষয়ে বিজ্ঞ আমলী আদালত, সাতক্ষীরা বরাবর একটি মামলা রুজু করি। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকাবস্থায় আমাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রাণ নাশের ভয়-ভীতি হুমকি দেওয়ায় আমি তিন শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করি।
প্রতিপক্ষরা বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর জন্য তারা নিজেদের ঘেরে নিজেরাই মাছ মারার বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে আমাকে ফাঁসানোর জন্য অনিবন্ধিত একটি অনলাইন পোর্টালে আমাকে সহ আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত এক সংবাদ সম্মেলন করে। প্রতিপক্ষরা আমাকে জব্দ ও হয়রানী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার জায়গা দখলের পায়তারা চালাচ্ছে। প্রতিপক্ষদের অন্যায় অত্যাচারের কবল থেকে পরিত্রান পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছি।