1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বর্ষা মৌসুমের আগেই উপকূল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

বর্ষা মৌসুমের আগেই উপকূল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। 

আসন্ন বর্ষা মৌসুমের আগেই উপকূল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার পূর্ব দুর্গাবাটি ও দাতিনাখালী উপকূল রক্ষা বাঁধের উপর পৃথক পৃথক ভাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদ, এলাকাবাসী ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে উপকূলীয় এলাকার সর্বস্তরের নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়। 

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান জাইকার অর্থায়নে ২০২২ সালে প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ে শ্যামনগরের পাঁচ নং পোল্ডারের পাঁচটি পয়েন্টে কাজ শুরু হয়। দুই বছর মেয়াদী উক্ত প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা ছিল। অথচ ২০২৫ সালের মাঝামাঝি এসেও কাজের মাত্র ২০ শতাংশ শেষ হয়েছে, বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন হদিস নেই।

মানববন্ধনে অংশ নেয়া বক্তারা অভিযোগ করেন মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে জনৈক সবুজ খান জেভি ডকইয়ার্ড এর নামে উপকূল রক্ষা বাঁধের কাজগুলো বাগিয়ে নেন। একপর্যায়ে কাজ শুরু করলেও পরবর্তীতে শ্রমিকদের টাকা পরিশোধ না করার জেরে তার অনুকুলে কার্যাদেশ পাওয়া প্রকল্পগুলোর অগ্রগতি বন্ধ হয়ে যায়। সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ রিমাল তান্ডবে মারাত্বক ভীতিকর অবস্থার সৃষ্টি হলেও অদ্যাবধি সবুজ খান বা তার প্রতিষ্ঠানের কোন তৎপরতা চোখে পড়ছে না। 

খোলপেটুয়া ও চুনা নদীর তীরে দাড়িয়ে মানববন্ধনে অংশ নেয়া ভুক্তোভোগীরা শংকার কথা জানিয়ে বলেন, বর্ষা মৌসুমের অতি জোয়ারে সমগ্র এলাকা নিশ্চিতভাবে প্লাবিত হবে। ২০২২ সালে সামান্য কিছু বালুভর্তি জিও ব্যাগ খোলপেটুয়া নদীতে ডাম্পিং করা হলেও পাঁচটি প্রকল্পের কোথাও এক ইঞ্চি মাটির কাজ হয়নি। মাঝে মধ্যে জরুরী রক্ষনাবেক্ষন কাজের আওতায় পাউবো’র তরফে কিছু কাজ হলেও ঠিকাদার কোন কাজ করেনি। মূলত সাতক্ষীরার তৎকালীন জেলা প্রশাসক হুমায়ন কবীরের সাথে সখ্যতার সুযোগকে কাজে লাগিয়ে সবুজ খান পাঁচ নং পোল্ডারের কাজ নিয়ে তাদের ঝুঁকির মধ্যে ফেলেছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু না হলে স্থানীয়দের পক্ষ থেকে ঠিকাদার সবুজ খান ও তৎকালীন জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালতের যাওয়ারও হুমকি দেন বক্তারা। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, শেফালী মন্ডল, আব্দুর রউফ, হাফিজুর রহমান, আবেদুর রহমান, মিঠু, মিলন হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে উপকুলীয় এলাকায় বসবাসকারীদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। 

স্মারকলিপিতে অতিসত্তার আড়াই বছর আগে গৃহীত প্রকল্পের কাজ শেষ করার মাধ্যমে জলোচ্ছাসের কবল থেকে উপকূলবাসীকে রক্ষার আবেদন জানান তারা। একইসাথে জাইকার প্রায় শত কোটি টাকা নিয়ে নয়ছয়কারী প্রতিষ্ঠান ও তৎকালীন জেলা প্রশাসকের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় উক্ত স্মারকলিপিতে।  

এদিকে বক্তব্য জানার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান জেভি ডকইয়ার্ড এর স্বত্তাধিকারী সবজু খানের মুটোফোনে যোগাযোগ করা হলেও তিনি কল বিচ্ছিন্ন করে দেন। তবে পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান পাথর ও বালুসহ আরও কিছু সরঞ্জামের অভাবে মাঝে কাজ বন্ধ ছিল বলে প্রতিষ্ঠানটি দাবি করেছিল। তবে সিলেট থেকে পাথর আসতে শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন রোজার পর মাটির কাজ শুরু করবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানটি পাউবো কতৃপক্ষকে নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews