রাজধানীর রামপুরায় গণহত্যা এবং এক ব্যক্তিকে ভবনের কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় গুলি চালানোর ঘটনায় তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৯ মার্চ) ট্রাইব্যুনালের আদেশের বিষয়টি নিশ্চিত করেন প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। তবে অভিযুক্তদের নাম এখনই প্রকাশ করা হয়নি, যাতে তারা সতর্ক হয়ে পালিয়ে যেতে না পারে।
ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে। ১৮ জুলাই আফতাবনগরের একটি হোটেলকর্মী আমির হোসেন (১৮) কাজ শেষে বাড়ি ফেরার সময় মেরাদিয়া বাজারের কাছে বিক্ষোভ দেখতে পান। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতি দেখে আতঙ্কিত হয়ে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন এবং ছাদে উঠে যান।
পুলিশ তার পিছু ধাওয়া করলে তিনি চতুর্থ তলার কার্নিশ থেকে একটি রড ধরে ঝুলে পড়েন। এরপরও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের ফলে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো হয়েছে।