ভৈরব প্রতিনিধি।
কিশোরগঞ্জের ভৈরবে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে এক কসাইকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কসাইয়ের নাম খুরশিদ। তিনি ‘ভৈরব গোস্ত হাউজ’ নামের একটি দোকানে মরা গরুর মাংস বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি বিবিসি বাংলাকে জানান, “কসাই খুরশিদ মরা গরুর মাংস বিক্রির কথা নিজে স্বীকার করলে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও একইসাথে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে তারা খুরশিদের দোকানে মাংস কিনতে যান। এ সময় তারা জানতে পারেন, খুরশিদের কেনা একটি গরু অসুস্থ হয়ে মারা গেছে। পরে তিনি তড়িঘড়ি করে গরুটি জবাই করে মাংস বিক্রি শুরু করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা দোকানটি ঘিরে ফেলেন এবং প্রতিবাদ জানান।
পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে খুরশিদকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খুরশিদ নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে কারাদণ্ড ও জরিমানা করে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।