বাঘারপাড়া প্রতিনিধি। বাঘারপাড়া ডিগ্রি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ এ অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নি জেনারেল ও কলেজটির এ্যাডহক কমিটির সভাপতি নূরে আলম সিদ্দিকী সোহাগ।
বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদ আলম টিপু, বীর মুক্তিযোদ্ধা ছদর উদ্দিন, সহকারি অধ্যাপক সামছুর রহমান, ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মাও. ফজলুল করিম, সাবেক উপজেলা সভাপতি আবু তাহের, কলেজটির শিক্ষক প্রতিনিধি আলমগীর হোসেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবির প্রমুখ।