1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
পথচারী পারাপারের জন্য মিরপুর জেব্রা ক্রসিং এ সিগন্যাল লাইট স্থাপন - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে জিলকদ মাস শুরু বুধবার বজ্রপাতে কুমিল্লায় ৪, কিশোরগঞ্জে ৩ ও যশোরে ১ জন নিহত বাংলাদেশে স্টারলিংকের লাইসেন্স অনুমোদন: ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত হজযাত্রীদের জন্য ডিজিটাল সুবিধা, চালু হলো ‘লাব্বাইক’ অ্যাপ ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমভি থাই বাঘারপাড়ায় সহিংসতা নিরসন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত সভা যশোরে তালের রস খেয়ে একই পরিবারের ৬ সদস্য হাসপাতালে বিশ্বজুড়ে নারকেল হাহাকার, দাম বাড়ছে আকাশপানে ১৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার অর্থ ফেরাতে নতুন উদ্যোগ যশোরে বাউবির এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পথচারী পারাপারের জন্য মিরপুর জেব্রা ক্রসিং এ সিগন্যাল লাইট স্থাপন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯ জন খবরটি পড়েছেন

পাইলট প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলকভাবে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

সিগন্যাল লাইট ব্যবহারের মাধ্যমে নিরাপদে পথচারী পারাপার ও যানজট হ্রাসকল্পে এই প্রকল্প চালু করা হয়। এতে সফলতা পাওয়া গেলে ঢাকার গুরুত্বপূর্ণ সকল ক্রসিং আধুনিক সিগন্যাল লাইটের আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার মিরপুর-২ এ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পাইলট প্রকল্প পরিদর্শনকালে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

ডিএমপির ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পরিচালিত এ পাইলট কার্যক্রমটি মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে ৮ মে পর্যন্ত প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। 

এ প্রকল্পের আওতায় ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর কলেজ এলাকায় নিরাপদে পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং এ পরীক্ষামূলকভাবে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা অধিকতর নিরাপদ করতে জাইকা ও ডিএমপির ট্রাফিক বিভাগ এক সঙ্গে কাজ করছে। 

পরিদর্শনকালে ট্রাফিক-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসসহ ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জাইকার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews