ডেস্ক নিউজ।
শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে দেশের ৫২০টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে পাঁচ লাখ টাকা করে অনুদান দিয়েছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে ‘পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের আওতায় মোট ২৬ কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুদান ‘স্কুল/মাদ্রাসা/কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান’ হিসেবে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও সরাসরি উপকৃত হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা ২০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা হিসেবে দিতে হবে। এই অর্থ ব্যাংক চেকের মাধ্যমে বিতরণ করতে হবে এবং যথাযথভাবে রেকর্ড সংরক্ষণ করতে হবে।
বাকি চার লাখ টাকা শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে ব্যয়ের জন্য ব্যবস্থাপনা কমিটি খাত নির্ধারণ করবে। এর মধ্যে শিক্ষাসামগ্রী, টয়লেট ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন, ডিজিটাল ল্যাব, বিশুদ্ধ পানি সরবরাহ ও পাঠাগার সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
সব ব্যয় সরকারি ক্রয় আইন, অপারেশন ম্যানুয়াল ও ‘আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা-২০২৩’ অনুসরণ করে করতে হবে। নির্ধারিত হারে ভ্যাট ও আয়কর কর্তন করে কোষাগারে জমা দিতে হবে।
টাকা ব্যয়ের পর প্রতিটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ রিপোর্ট, বিল-ভাউচার ও নির্ধারিত ফরম্যাটে টপশিট আগামী ২৮ আগস্ট ২০২৫-এর মধ্যে শিক্ষা ভবনের স্কিম দপ্তরে জমা দিতে হবে। এক কপি রিপোর্ট প্রতিষ্ঠানে সংরক্ষণও বাধ্যতামূলক।
মাঠপর্যায়ে অনুদান ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে মাউশি ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে অন্তত ৩০ শতাংশ প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কার্যক্রমের প্রতিবেদন আগামী তিন মাসের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।