ডেস্ক নিউজ।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই ফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় যে তারিখটি অনুমোদন দেবে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই ফল প্রকাশ কার্যক্রম পরিচালনা করছে। এবারের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী, যারা দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল জানার অপেক্ষায় আছে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পরেই নির্দিষ্ট ফলপ্রকাশের দিন জানানো হবে।